সিটিজেন চার্টারঃ-
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
০১ |
উন্নয়নমূলক সেবা |
সরকারী বরাদ্ধের চিঠি পাওয়ার পর পরিষদ সভার মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প গ্রহন পূর্বক বাস্তবায়ন। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০২ |
আইনগত সেবা |
অভিযোগ করার পর এখতিয়ারধীন হলে সঙ্গে সঙ্গে নোটিশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ এবং পক্ষগন থেকে প্রতিনিধি নিয়ে শালিশী বো©র্ডর মাধ্যমে নিস্পত্তি। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৩ |
ইউনিয়ন পরিষদের কর্মচারীদের বেতন ভাতা(সরকারী অংশ) |
দায়িত্বরত কর্মচারীদের বেতন-ভাতার বরাদ্দপত্র জেলা/উপজেলায় পাঠানো। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৪ |
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের ভাতা (সরকারী অংশ) |
দারিত্বরত কর্মচারীদের বেতন ভাতার বরাদ্দ পত্র উপজেলায় পাঠানো। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৫ |
ওয়ারিশ সনদ |
আবেদন করার পর ইউ,পি সদস্যদের তদন্ত সাপেক্ষা সনদ প্রদান করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৬ |
ট্রেড লাইন্সেস |
আবেদন করার পর তদন্ত সাপেক্ষা সনদ প্রদান করা হয়।
|
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৭ |
জন্ম জনদ |
আবেদন করার পর তদন্ত সাপেক্ষা সনদ প্রদান করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৮ |
জাতীয়তা সনদ |
স্থানীয় পরিষদ সদস্য থেকে লিখিত সুপারিশ আনা হলে সনদ প্রদান করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
০৯ |
মৃত্যু সনদ |
আবেদন করার পর পরিষদের মৃত্যু রেজিষ্টার দেখে সনদ বিতরন করা হয় |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১০ |
বয়স্ক ভাতা |
বয়স্ক ভাতা কমিটির সভার মাধ্যমে যাচাই বাছাই করার পর মনোনীত করা হয়। |
বয়স্ক ভাতা প্রদান কমিটি |
১১ |
বিধবা ভাতা |
বিধবা ভাতা প্রদান কমিটির সভার মাধ্যমে যাচাই বাছাই করার পর মনোনীত করা হয়। |
বিধবা ভাতা প্রদান কমিটি |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
১২ |
প্রতিবন্ধি ভাতা |
নিবন্ধিত প্রতিবন্ধীদেরকে খবরা-খবরের মাধ্যমে উপজেলা প্রতিবন্ধী ভাতা প্রদান কমিটির নিকট প্রেরণ। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৩ |
ভিজিডি |
বরাদ্ধপত্র পাওয়ার পর খাদ্য গুদাম হতে খাদ্য শস্য উত্তোলন করে ভিজিএফ উপকারভোগিদের বিতরণ। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৪ |
ভিজিএফ |
বরাদ্ধপত্র পাওয়ার পর খাদ্য গুদাম হতে খাদ্য শস্য উত্তোলন করে ভিজিএফ উপকারভোগিদের বিতরণ। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৫ |
শিক্ষা ও গনশিক্ষা |
সকলের জন্য প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে গণভসচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৬ |
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও মহামারী নিয়ন্ত্রন |
জনগণকে স্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রন এবং পরিবার পরিকল্পনা বিষয়ে গণসচেতনাতা বৃদ্ধি ও পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৭ |
কৃষি অন্যান্য উন্নয়ন মূলক কাজ |
কৃষক ও কৃষি সংক্রান্ত্র বিষয়ে জনগনকে সহযোগিতা করা হয়।
|
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৮ |
সমাজকল্যাণ ও কমিউিনিটি সেন্টার |
সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ে বিভিন্ন সহযোগিতা করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
১৯ |
কুটির শিল্প ও সমবায় |
কুটির শিল্প সম্প্রসারণ ও সমবায়ের সুফল সংক্রান্ত বিষয়ে বিভিন পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২০ |
আইন শৃঙ্খলা |
আইন শৃংঙ্খলা সংক্রান্ত যে কোন বিষয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকে সহযোগিতা করা হয় জনগণকে আইন শৃঙ্খলা বিষয়ে সচেতন সৃষ্টি করা হয় এছাড়াও আইন শৃঙ্খলা সহনীয় পর্যায়ে রাখতে ত্বরিৎ যে কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২১ |
নারী ও শিশু কল্যাণ এবং সংস্কৃতি ও খেলাধূলা |
নারী ও শিশু পাচার রোধে গণসচেতনতা সৃষ্টি কর হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় এবং সংস্কৃতি ও খেলধূলা বিষয়ে বিভিন্ন সহযোগিতা করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২২ |
মৎস ও পশু সম্পদ |
পুকুর,ডোবা,জলাশয়ে মৎস্য চাষে জনগণকে উদ্বুদ্ধ করা হয় পশুপালনের মাধ্যমে আত্ম নির্ভরশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৩ |
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন |
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনগণকে উদ্বুদ্ধ করা হয় এবং বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের স্থান |
২৪ |
গ্রামীন পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন |
গ্রামীণ পানি সরবারাহে গভীর নলকূপ বসানো ও পয় নিস্কাশনে আইনগত সহযোগিত ও পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৫ |
বিদেশ গমনকারী |
বিদেশ গমনকারীদের পাসপোর্টের আবেদন ফরম তদন্ত সাপেক্ষা দ্রুততার সহিত সম্পন্ন করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৬ |
বাল্য বিবাহ |
সাধরণ জনগণের মাঝে বাল্যবিবাহের বিভিন্ন কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৭ |
ধর্মীয় প্রতিষ্ঠান |
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সহযোগিতা করা হয় এবং সরকারী বরাদ্ধ পাওয়ার জন্য বিভিন্ন পরামর্শের মাধ্যমে সহযোগিতা করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৮ |
ভূমিহীন |
ভূমিহীনদের তালিকা করা,ভূমিহীন সনদ দেওয়ার,ভূমিহীনদের বিভিন্ন পরামর্শের মাধ্যমে সহযোগিতা করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
২৯ |
হাট বাজার |
হাট বাজারের অবকাটামো উন্নয়ন ও সুষ্ঠ ব্যবস্থাপনায় সহযোগিতা করা হয়।
|
ইউনিয়ন পরিষদ,অফিস |
৩০ |
ভোটার তালিকায় অন্তর্ভূক্ত |
ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার লক্ষ্যে প্রাপ্ত বয়স্কদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
৩১ |
জাতীয় পরিচয় পত্র |
জাতীয় পরিচয় পত্র গ্রহনের লক্ষ্যে প্রাপ্ত বয়স্কদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
৩২ |
কাঠ বিড়ালী ও ইদুর নিধন |
কাঠবিড়ালী ও ইদুর নিধনে ইউনিয়নের পরিষদের পক্ষ হতে বিভিন্ন পদক্ষেপ গ্রগন করা হয়। |
ইউনিয়ন পরিষদ,অফিস |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS